সুযোগ থাকলে সিনহার বিরুদ্ধে মামলা করব: মাইজভাণ্ডারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৫:১০ | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৭, ১৩:৪৭

সুযোগ থাকলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সিনহার বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে দেয়া বক্তব্যে ‘প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন’ উল্লেখ করে তিনি সিনহাকে ক্ষমা প্রার্থনাপূর্বক পদত্যাগ করার আহ্বান জানান।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নজিবুল বশর এসব কথা বলেন। ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণ এর প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করে তরীকত ফেডারেশন। এতে লিখিত বক্তব্য পাঠ করে দলের মহাসচিব সংসদ সদস্য এম এ আউয়াল।

নজিবুল বশর বলেন, ‘প্রধান বিচারপতি আত্মস্বীকৃত শান্তি কমিটির সদস্য। তিনি নিজের মুখেই বলেছেন, শান্তি কমিটির সদস্য ছিলেন। তিনি ১/১১ এর সময় মঈন-ফখরুদ্দিনের দোসর ছিলেন এবং সিঙ্গাপুরে সাকা চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করে শপথ ভঙ্গ করেছেন।’

নজিবুল বশর মাইজভাণ্ডারী সংবাদ সম্মেলনের শুরুতেই ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও এর পর্যবেক্ষণে সংক্ষুব্ধ হওয়ার কথা জানান। বলেন, ‘এই পর্যবেক্ষণ কল্পনাপ্রসূত। এই রায় দিয়ে প্রধান বিচারপতি ৭২ এর সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’

প্রধান বিচারপতির বিরুদ্ধে কি মামলা করবেন?- এমন প্রশ্নের জবাবে নজিবুল বশর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সুযোগ থাকলে প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা করব। আজ হোক বা কাল হোক, আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

তরীকতের চেয়ারম্যান বলেন, ‘আমি দায়িত্ব নিয়েই বলছি। প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। তবে এর আগে তাকে ক্ষমা চাইতে হবে।’

ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণে ‘সংসদকে অপরিপক্ক’ বলার বিষয়ে মাইজভাণ্ডারী বলেন, ‘জানি না, প্রধান বিচারপতি কোন অসন্তোষ থেকে এমন বক্তব্য দিয়েছেন। তার রায়ে আমি সংক্ষুব্ধ।’

লিখিত বক্তব্যে তরীকতের মহাসচিব এম এ আউয়াল বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ে বঙ্গবন্ধুকে ছোট করা হয়েছে। পৃথিবীতে বহু উদাহরণ আছে, এক ব্যক্তির নেতৃত্বেই একটি জাতি গঠন হয়েছে। মুক্তিসংগ্রামের পথে এগিয়ে গেছে।’

সংবাদ সম্মেলনে এম এ আউয়াল জানান, চলমান বন্যা সংকটে দুর্গতদের পাশে দাঁড়াতে একটি ত্রাণ কমিটি গঠন করা হয়েছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরীকে আহ্বায়ক, সৈয়দ তৈয়্যবুল বশর মাইভাণ্ডারীকে সদস্য সচিব ও সৈয়দ আবু দাউদ মসনভী হায়দারকে সমন্বয়ক করে ১১ সদস্যের এই কমিটি করা হয়েছে।

ঢাকাটাইমস/২০আগস্ট/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :