শিক্ষক তারেকের ছুটি: কুবির ভিসিকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৫:২৬ | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৭, ১৫:২৪

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ক্লাস নেওয়ার অপরাধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এবং ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল হক ভূঁইয়া তারেককে এক মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও রেজিস্ট্রারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তারেকের পক্ষে নোটিশটি পাঠান। নোটিশ প্রাপ্তির পর কী পদক্ষেপ নেয়া হয়েছে ১২ ঘণ্টার মধ্যে তা জানাতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলাকালীন শিক্ষক মাহবুবুল হক ক্লাস নিয়েছেন এমন অভিযোগে তাকে একটি চিঠি দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে ২০ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তাকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। কোনো প্রকার কমিটির সিদ্ধান্ত ছাড়াই তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে-কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে ছুটি দেওয়া হলো। কিন্তু কর্তৃপক্ষ কারা, এটা আইনানুগ হয়নি।

এদিকে এ ঘটনাকে মিথ্যা বলে দাবি করে শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়া তার ফেসবুকে জানান, শোক দিবসে সকালের কর্মসূচি শেষে নিজ বিভাগে আসার পর কয়েকজন শিক্ষার্থী কয়েকটি টপিকসের ব্যাপারে জানতে চাইলে তাদের একটি কক্ষে নিয়ে তিনি বুঝিয়ে দেন।

তিনি জানান, পরীক্ষার জন্য ওই ব্যাচের ক্লাস অনেক আগেই শেষ হয়েছে। সেদিন ক্লাস নেওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি।

মাহবুবুল হক ভূঁইয়া তারেক ঢাবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।

ঢাকাটাইমস/২০আগস্ট/এমএবি/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :