আনাম র‌্যাংগস প্লাজায় আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৮:৪৫ | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৭, ১৭:২৮

রাজধানীর ধানমন্ডিতে আনাম র‌্যাংগস প্লাজায় আগুন লেগেছে। রবিবার বিকাল চারটা ১ মিনিটে ছয়তলা ভবনের চারতলায় একটি রেস্টুরেন্টে আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়েই সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত চার তলার আগুন নিয়ন্ত্রণে এলেও পঞ্চম তলার আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তবে তাৎক্ষণিকভাবে কেউ আগুন কিভাবে লেগেছে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে কিছুই বলতে পারেনি।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা যতোটুকু শুনেছি আনাম প্লাজার চারতলায় আগুন লেগেছে। ভবনটি ছয়তলা বিশিষ্ট। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে এর বেশি তথ্য আমাদের কাছে নেই।’

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ঢাকা অফিসের সহকারী পরিচালক মামুন আহমেদ ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এখনো নিয়ন্ত্রণে আসেনি। পুরো ভবনটি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে আগুন নেভানো। সেটিই আমরা এখন করছি। কীভাবে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতিই বা কী সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে হবে।’

(ঢাকাটাইমস/২০আগস্ট/এমএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :