অপকর্ম ঢাকতে ফখরুল প্রলাপ বকছেন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৭, ১৮:০৫

‘জিয়ার শাসন অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম-হানিফ এমপি বলেছেন, ‘ফখরুলতাদের অপকর্ম ঢাকার জন্য প্রলাপ বকছেন। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর খুনি জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপ্রতি হয়েছিলেন, দল গঠন করেছিলেন। যে ব্যক্তি অবৈধভাবে ক্ষমতা দখলদার হিসেবে চিহ্নিত হয়েছেন তাই তার দল অবৈধ। সেই অবৈধ দলের মহাসচিব হয়ে নিজের অপকর্ম ও দায়ভার ঢাকার জন্য তিনি পাগলের প্রলাপ বকছেন।’

রবিবার বেলা ২টায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘আওয়ামী লীগের জন্ম হয়েছে জিয়াউর রহমানের আমলে’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়নি। ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের জনগণের অধিকারের আন্দোলন ও স্বাধীনতার আন্দোলন হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দেশের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে।’

হানিফ বলেন, ‘দেশে বিচার বিভাগের স্বাধীনতা কখনো খর্ব করা হয়নি। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। বিচার বিভাগের সঙ্গে সরকারের কোনো দ্বন্দ্ব নেই।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন তাদের নিয়ম অনুযায়ী কাজ করছে। সেখানে কোনো রাজনৈতিক দলের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা কোনো সমস্যা থাকলে সেটা দেখার দায়িত্ব তাদের না। নির্বাচন কমিশন নির্বাচনের নানা বিষয়ে সব পর্যায়ের মানুষের সাথে আলাপ আলোচনা করতেই পারে, সেটাকে পুঁজি করে ফখরুলদের কোনো লাভ হবে না।’

হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুতই দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। প্রয়োজনে পলাতক খুনিদের ইন্টারপোলের সহযোগিতায় দেশে আনতে সরকার কাজ করে যাচ্ছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বন্যার্তদের সহযোগিতা না করে বেগম জিয়া লন্ডনে বসে নানা ষড়যন্ত্র করছেন।’ তিনি খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশে এসে দেশের মানুষের সহযোগিতা করেন। তা না হলে সহায়-সম্বল হারাতে হবে।’

এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন উর রশিদ আসকারী, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, প্রো-ভিসি ড. শাহিনুর রহমান, ট্রেজারার ড. সেলিম তোহাসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে: মির্জা ফখরুল

সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্য নষ্ট করতে দেব না: নাছিম

ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি

ভিন্নমত নির্মূলে প্রশাসন ও আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার: গণঅধিকার পরিষদ

নেতানিয়াহু হিটলারের চেয়েও ভয়ংকর: ওবায়দুল কাদের 

বিশ্ব পরিস্থিতিতে দেশের সংকট সামাল দেওয়া কঠিন: ওবায়দুল কাদের 

ঐতিহাসিক মুজিবনগর দিবসে আ.লীগের কর্মসূচি

ঢাকা উত্তরে এক নেতার 'পকেট কমিটি', বলয়ে জিম্মি দক্ষিণ বিএনপি 

নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এই বিভাগের সব খবর

শিরোনাম :