‘অভাবের জ্বালায়’ পবায় গৃহবধূর আত্মহত্যা

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০৮:১৩ | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৭, ১৮:২৩

রাজশাহীর পবা উপজেলায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার বড়গাছি গ্রামে শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম মাবিয়া বেগম (৩০)।

রবিবার বেলা ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। মাবিয়া বেগম বড়গাছি দক্ষিণপাড়া গ্রামের গিয়াস আলীর স্ত্রী।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, মাবিয়া বেগম দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অভাবের সংসারে অর্থের অভাবে তিনি চিকিৎসা করাতে পারছিলেন না। এ নিয়ে মাবিয়া বেগম মানসিকভাবে অশান্তিতে ছিলেন।

শনিবার দিবাগত রাতে গিয়াস আলী ও তার স্ত্রী মাবিয়া বেগম রাতের খাবার খেয়ে যথারীতি ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময়ে মাবিয়া ঘরের বাইরে বারান্দার তীরের সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ওসি আরও জানান, সকালে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। পরে বেলা ১১টার দিকে মাবিয়ার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে পবা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/২০আগস্ট/আরআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :