ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত মেরামতের চেষ্টা চলছে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৭, ১৮:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাত্তার সঙ্গে ঘরে ফেরার লক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত মেরামত করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

রবিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার পানির প্রবল চাপে পৌলী রেল সেতুর অ্যাপ্রোচ সড়কের মাটি সরে গিয়ে সৃষ্ট গর্তের মেরামত কাজের পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইনশাআল্লাহ আগামীকাল সোমবার (২১ আগস্ট) ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেলপথে রেল চলাচল স্বাভাবিক হবে। যাতে করে ঈদের ছুটিতে মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে।

রেলমন্ত্রী জানান, এজন্য যত সরঞ্জাম লাগবে তা আনা হয়েছে। লাগলে আরও সরঞ্জাম আনা হবে।

ঈদে যাত্রীদের সেবা নিশ্চিত করতে রেলওয়ে বিভাগের দক্ষ কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।

পরিদর্শনকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলমসহ রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রবিবার ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় বন্যার পানির প্রবল চাপে রেল সড়ক সেতুর অ্যাপ্রোচ ধসে গিয়ে প্রায় ২০ ফুট গর্তের সৃষ্ট হয়। এরফলে ঢাকার সাথে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

(ঢাকাটাইমস/২০আগস্ট/আরকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :