পুলিশ ও পঞ্চায়েত প্রধানের কিশোরীকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২০:০০ | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৭, ১৯:৫৬

রক্ষকদের ভক্ষক হওয়ার খবর প্রায়শই শোনা যায়। এবার ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন একটি ঘটনা। সেখানে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবল ও গ্রামপঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।

কিশোরীর অভিযোগ, এক পুলিশ কনস্টেবল ও এক পঞ্চায়েত প্রধানসহ আটজন ধর্ষণ করেছে তাকে। মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে শুনে হার্ট অ্যাটাকে প্রাণ হারালেন মেয়েটির বাবা।

উত্তর প্রদেশের বালিয়ায় রেবতী পুলিশ স্টেশনের থেকে ঢিল ছোড়া দূরত্বে গোপালনগর এলাকায় থাকে ওই কিশোরী।

শনিবার রাত ৯টার দিকে পাশের একটি মাঠে মেয়েটি পায়চারী করছিল। সেখান থেকেই তাকে ধরে নিয়ে যায় ধর্মপ্রসাদ নামে এক পুলিশ কনস্টেবল ও গ্রাম পঞ্চায়েত প্রধান। তাদের সঙ্গে ছিল আর আরও ছয়জন। মেয়েটিকে একটি সরকারি স্কুলের ছাদে নিয়ে যাওয়া হয়। মেয়েটি তার জবানবন্দিতে জানিয়েছে, এরপর একে একে তাকে ধর্ষণ করে ওই কনস্টেবল, গ্রাম পঞ্চায়েত প্রধান ও অন্তত ছয়জন তাকে ধর্ষণ করে।

মেয়েটির চিৎ‌কার শুনে স্কুলটির দিকে ছুটে যান কয়েকজন গ্রামবাসী। তাদের দেখে ধর্ষকরা চম্পট দেয়। তবে পালাতে পারেনি অভিযুক্ত কনস্টেবল। তাকে বেধড়ক পেটায় উত্তেজিত জনতা। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের মামলা না করে নিপীড়নের মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, পাড়ার লোকের মুখে মেয়ের গণধর্ষিত হবার খবর শুনে হার্ট অ্যাটাক করেন বাবা। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

সূত্র: এই সময়

(ঢাকাটাইমস/২০আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

এই বিভাগের সব খবর

শিরোনাম :