আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ধানমন্ডির আগুন

প্রকাশ | ২০ আগস্ট ২০১৭, ২০:৩৪ | আপডেট: ২০ আগস্ট ২০১৭, ২০:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ধানমন্ডির আনাম র‌্যাংগস প্লাজায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

রবিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘এখন আর আগুন নেই। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এখনো সব ফ্লোরে তল্লাশি করা হচ্ছে। প্রতিটি ফ্লোর তল্লাশি শেষ হলে নির্বাপণ কাজ সমাপ্ত ঘোষণা করা হবে। তবে ভেতরে ধোঁয়া ছাড়া আমরা আগুন দেখতে পাইনি।’

রবিবার বিকাল ৪টার দিকে ভবনটির চার তলায় একটি রেস্টুরেন্টে আগুন লাগে। পরে তা পাঁচ তলায়ও ছড়িয়ে পড়ে।

ধানমন্ডির ৬/এ সড়কে আনাম র‌্যাংগস প্লাজা ভবনটি অবস্থিত। ভবটি ছয়তলা বিশিষ্ট। ভবনটির পঞ্চম তলায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অফিস কক্ষ রয়েছে।

কর্নেল মোশাররফ জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে।

ধানমন্ডি থানার  উপপরিদর্শক (এসআই) মো. রফিক ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা কোনো হতাহতের খবর পাইনি। ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।’

ডেলসিয়া রেস্টুরেন্টের এক কর্মচারী ঢাকাটাইমসকে বলেন, ‘প্রথমে আগুনের মাত্রা কম ছিল। পরে রেস্টুরেন্টের সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুনের মাত্রা বেড়ে যায়। তবে এটা শিওর যে ভেতরে কেউ নেই।’

তিন সদস্যের তদন্ত কমিটি

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এনায়েত হোসেন জানান, অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ডিডি) শামীম আহসান চৌধুরীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত সহকারি পরিচালক মামুন মাহমুদ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আবু বক্কর।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এনআই/এসও/জেবি)