২৯৮ জন ভারতীয়কে নাগরিকত্ব দিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২১:০৯ | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৭, ২১:০৬

গত পাঁচ বছরে ২৯৮ জন ভারতীয় উদ্বাস্তুকে নাগরিকত্ব দিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিবৃতিতে বলা হয়, ২০১২ থেকে ২০১৭ সালের ১৪ এপ্রিল পর্যন্ত ২৯৮ জন ভারতীয় উদ্বাস্তু পাকিস্তানের নাগরিকত্ব প্রদান করা হয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদে এ বিষয়ে প্রশ্ন করেন ক্ষমতাসীন দলের সাংসদ শেখ রোহেল আসগর। তার কথার উত্তরে এই বিবৃতি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০১২ সালে ৪৮ জন ভারতীয় উদ্বাস্তুকে পাকিস্তানের নাগরিকত্ব দেয়া হয়েছিল। ২০১৩ সালে তা বেড়ে হয় ৭৫ এবং ২০১৪ সালে ৭৬ জন। ২০১৫ সালে ১৫ জন এবং ২০১৬ সালে ৬৯ জনকে পাকিস্তানের নাগরিকত্ব দেয়া হয়। ২০১৭-র এপ্রিল পর্যন্ত ১৪ জন ভারতীয় পাকিস্তানের নাগরিকত্ব পেয়েছেন। পাকিস্তানের মতো দেশে নাগরিকত্ব পাওয়া সবসময়ই বেশ কঠিন। কিন্তু ভারত, আফগানিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমার থেকে আসা অসংখ্য উদ্বাস্তু সেখানে বেআইনিভাবে বাস করছে বলেও জানানো হয়েছে।

এক ভারতীয় নারীকে পাকিস্তানের নাগরিকত্ব দেয়ার একটি ঘটনা খবরে উঠে এসেছিল। এক পাকিস্তানিকে বিয়ে করে সে দেশে বসবাস করা এক ভারতীয় নারীর পাকিস্তানের নাগরিকত্বের আবেদন ২০০৮ সাল থেকে ঝুলে ছিল। অবশেষে গত বছর পাকিস্তানের তত্‍কালীন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলি খানের নির্দেশে তাকে নাগরিকত্ব দেয়া হয়।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :