বার্মিংহামে দ্বিতীয় বাংলাদেশি ক্রীড়া উৎসব সম্পন্ন

সাহিদুর রহমান সুহেল , বার্মিংহাম, যুক্তরাজ্য থেকে
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৭, ২১:৩৪

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার ৷সাধারণ মানুষের প্রাণের কথাগুলোই যেন এই অতি জনপ্রিয় দেশাত্মবোধক গানের কলিতে ফুটে ওঠেছে ৷এই প্রবাসে বার্মিংহামে সবাইকে শৈশব স্মৃতি মনে করিয়ে দেবার উদ্দেশ্যে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী খেলাধুলা নিয়ে গত ১৪ আগস্ট সোমবার অনুষ্টিত হলো দ্বিতীয়বারের মতো ক্রীড়া উৎসব'১৭ ৷

স্থানীয় লেজার সেন্টারে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের আয়োজনে ক্রীড়া উৎসব বার্মিংহাম'১৭ অনুষ্টানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ৷পরিষদের সেক্রেটারি সাহিদুর রহমান সুহেল এবং তার সাথে আমিরুল ইসলাম বেলাল ও কবির উদ্দিনের সমন্বয়ে পরিচালিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও উৎসবের প্রধান অতিথি বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাইকমিশনার জনাব জুলকার নায়েন ৷

বেলা ১২ ঘটিকার সময় সকলের সমন্বয়ে জাতীয় সংগীতের মাধ্যমে বেলুন উড়িয়ে উদ্বোধনের পর এই প্রথম বার্মিংহামের সকল সংবাদ কর্মীদের নিয়ে গঠিত বার্মিংহাম বাংলা মিডিয়া বনাম বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাইকমিশনের সকল কর্মকর্তাদের মধ্যে এক প্রদর্শনী ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে ক্রীড়া উৎসব শুরু হয় ৷প্রদর্শনী ম্যাচে বার্মিংহাম বাংলা মিডিয়া সাহিদুর রহমান সুহেলের দেওয়া একমাত্র গোলে জয় লাভ করে !

শুরুতে প্রকৃতির বৈরী আচরণ উপেক্ষা করে বিলেতের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিদের অংশগ্রহণ দেশি খেলাধুলা নিয়ে ক্রীড়া উৎসব প্রকৃত অর্থেই উৎসবে পরিণত হয় ৷শৈশবের স্মৃতি ফিরে পাওয়ার টানে সব বয়সীরাই খেলায় অংশ গ্রহণ করেন ৷ বহু আবেগ আর অনুভূতির ক্রীড়া উৎসব!প্রবাস জীবন হাজার-হাজার মাইল দূরে থাকলেও হৃদয়ে যে সবসময় বাংলার জমিন বসবাস করে তারই প্রতিধ্বনি পাওয়া গেলো ৷

বার্মিংহাম সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ছোট-বড় সবার অংশ গ্রহণে একদিনের জন্য হলেও বিলেতের যান্ত্রিক জীবনের ঘড়ির কাটাকে থামিয়ে একটুকরো বিস্কুটের জন্য দৌড়,কাবাডিতে সুর দিয়ে ডাক দেওয়া কিংবা চোখ বেঁধে লাঠি দিয়ে মাটির হাড়ি ভাঙার প্রচেষ্টা করা অথবা চেয়ার দৌড়,প্রিয় লুডু খেলার ছক্কা বলে বলে চিৎকার কিংবা মানুষ যখন মোরগ হয়ে কুকুরুক্ক..বলে চিৎকারে মুখরিত হয়ে বার্মিংহাম হয়ে উঠেছিল একটি অখণ্ড বাংলাদেশ ৷

উৎসবের উল্ল্রেখযোগ্য দিক ছিল প্রধান অতিথি এবং উপস্থিত সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্ধ ছাড়াও একই ইভেন্টের পরাজিত খেলোয়াড়রাও বিজয়ীদেরকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ৷ বিভিন্ন খেলায় বিজয়ীরা হচ্ছেন;ছোট ছেলেদর ১০০ মিটার দৌড়ে প্রথম ইয়ামিন হোসেন,ছোট মেয়েদের ১০০ মিটার দৌড় শাহিদা বেগম,দড়ি ফাল মেয়েদের প্রথম বিজয়ী নুরজাহান বেগম,বড়দের ১০০০ মিটার দৌড়ে প্রথম বিজয়ী নোমান উদ্দিন,মহিলাদের ১০০ মিটার দৌড় প্রথম বিজয়ী আদিবা আক্তার,কমিনিউটি ব্যাক্তি বর্গের দৌড়ে এম এ মুন্তাকিম প্রথম বিজয়ী,মিউজিক্যাল চেয়ার দৌড়ে আফসানা বেগম চ্যাম্পিয়ন,হাড়ি ভাঙ্গায় সংগীতা প্রথম,জনপ্রিয় লুডু খেলায় সালমা বেগম চ্যাম্পিয়ন,বিস্কুট দৌড়ে তাসনীফ শরীফ প্রথম,সুই-সুতা দৌড়ে প্রথম বিজয়ী হেপি মহসিন,মোরগের লড়াই প্রথম বিজয়ী সাহিদুর রহমান সুহেল৷ ফুটবলে চ্যাম্পিয়ন বার্মিংহাম এফ সি,রানার-আপ ফার্ম পার্ক এফ সি ৷ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন তাজুল-জামান জুটি ৷

(ঢাকাটাইমস/২০আগস্ট/সুহেল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :