সাবেক এমপি টিপু সুলতানের দাফন সম্পন্ন

প্রকাশ | ২০ আগস্ট ২০১৭, ২২:১৩

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও যশোর-৫ (মনিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খান টিপু সুলতানের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ মাগরিব জানাজা শেষে খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে বিকালে যশোর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা পিযুষ কান্তি ভট্টাচার্য, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি কামরুজ্জামান চুন্নু, খয়রাত হোসেন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ, সাবেক কমান্ডার মুযহারুল ইসলাম মন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ আবদুর রাকিব, জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি রবিউল আলম, জাতীয় পার্টির নেতা মাহবুব আলম বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহাক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, চৌগাছা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিববুর রহমান, ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জানাজার আগে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তাদের প্রিয় নেতাকে বিদায় জানায়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় মণিরামপুরে। সেখানে জানাজা শেষে খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত মঙ্গলবার থেকে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টিপু সুলতান। বুধবার থেকে তাকে নিবিড় তত্ত্বাবধানে (সিসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।

খান টিপু সুলতান যশোর-৫ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া যশোর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করেছেন।

ঢাকাটাইমস/২০আগস্ট/প্রতিনিধি/এমআর