সদরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশ | ২০ আগস্ট ২০১৭, ২২:১৯

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীর ভাঙনকবলিত ও পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুর ২টায় সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়ীয়া ইউনিয়নের ৮শ ৭০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, আলু, চিড়া, মুড়ি, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরন ওষুধ বিতরণ করা হয়।

বিতরণ শেষে জেলা প্রশাসক সরেজমিনে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, সর্বদা নদী ভাঙনে ও পানিবন্দি থাকা পরিবারগুলোর প্রতিনিয়ত খোঁজ-খবর নেয়া হচ্ছে। অসহায় মানুষের পাশে জেলা প্রশাসন সবসময় থাকবে বলে জানান তিনি।

বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, এনডিসি পারভেজ মল্লিক, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু এহসান মিয়া, দিয়ারা নারিকেল বাড়ীয়ার ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার।

(ঢাকাটাইমস/২০আগস্ট/এলএ)