দুই সাংবাদিককে হত্যার হুমকি

প্রকাশ | ২০ আগস্ট ২০১৭, ২৩:১৫

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)

ঢাকার সাভারের আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হুমকিপ্রাপ্তরা হলেন- বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন ও বাংলা নিউজের আশুলিয়া প্রতিনিধি শরীফুজ্জামান ফাহিম। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন তারা।

রবিবার দুপুরে আশুলিয়ার নিরিবিলি ও জিরানীর পৃথক স্থানে মোটরসাইকেল যোগে সন্ত্রাসীরা ওই সাংবাদিকদের হত্যার হুমকি দেয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ আগষ্ট আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বঙ্গবন্ধুর শোক দিবস উপলক্ষে বিকাল সোয়া তিনটার দিকে খাবার বিতরণ করা হয়। শনিবার রাত ১টার দিকে বাংলা ট্রিবিউনে এ সংক্রান্ত ‘তিন ঘন্টা বসে থেকে খাবার জুটলো না তাদের’ এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

একই ঘটনায় রবিবার ভোরে বাংলানিউজে ‘কাঙ্গালীদের বসিয়ে রেখে নেতাকর্মীদের কাঙ্গালী ভোজ’ নামে শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

পরে রবিবার দুপুরে বাসা থেকে বের হয়ে স্থানীয় একটি সড়কে পৌঁছালে দুপুর ১২টার দিকে দুটি মোটরসাইকেল যোগে পাঁচজন বাংলা নিউজের আশুলিয়া প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেয়। পরে পৌনে ১টার দিকে বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি মো: নাদিম হোসেন আশুলিয়ার নিরিবিলি এলাকায় পৌঁছালে তাকে দুটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা তাকেও প্রাণনাশের হুমকি দেয়।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২০আগস্ট/আইআই/এলএ)