লক্ষ্মীপুরে ব্যাংক ডাকাতি মামলার আসামিসহ আটক ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৭, ২৩:৪৬

লক্ষ্মীপুরের রামগঞ্জের জনতা ব্যাংকে ডাকাতির অন্যতম আসামি মনির হোসেন ওরফে মায়া মনিরসহ তিন সন্ত্রাসীকে আটক করছে পুলিশ।

আজ রবিবার পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে সদর উপজেলায় আমান উল্যাহ পুর ও রামগঞ্জ উপজেলার উত্তর চন্ডিপুর থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুইটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক অপর আসামিরা হচ্ছেন- সদর উপজেলার মিরিকপুর এলাকার আরিফ হোসেন ও রুবেল। গ্রেপ্তারকৃত তিনজনই পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী ও ডাকাত। তাদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার আমানউল্যাহপুর ও রামগঞ্জের উত্তর চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে জনতা ব্যাংক রামগঞ্জ শাখা ডাকাতি মামলার অন্যতম আসামি ডাকাত মনির হোসেন ওরফে মায়া মনির ও সন্ত্রাসী আরিফ হোসেন এবং রুবেলকে গ্রেপ্তার করা হয়।

সদর ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ও তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত তিনজন পুলিশের তালিকাভূক্ত ডাকাত ও সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া অস্ত্র আইনে তাদের তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে।

(ঢাকাটাইমস/২০আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :