চুয়াডাঙ্গায় মার্কেটে চুরির ঘটনায় পাঁচ পুলিশ প্রত্যাহার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ০৮:২৯

চুয়াডাঙ্গা শহরের সমবায় মার্কেটে চুরির ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেনসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার রাত ১০টার দিকে পুলিশ সুপারের নির্দেশে তাদের ক্লোজড করে পুলিশ লাইনে নেয়া হয়।

প্রত্যাহার হওয়া পুলিশের অন্য সদস্যরা হলেন- কনস্টেবল নবিরুল ইসলাম, সাজিদুর রহমান, জসিম উদ্দীন ও রেজাউল হোসেন।

পাঁচ পুলিশ সদস্য ক্লোজড হওয়ার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার নিজাম উদ্দীন ঢাকাটাইমসকে জানিয়েছেন, কোনো অবস্থাতেই পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্যে অবহেলা সহ্য করা হবে না।

এসপি জানান, চুরির ঘটনার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের অবহেলার কারণে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে।

একই সাথে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোহাম্মদ ও ইন্সপেক্টর (অপারেশন) আমির আব্বাসকে তিন দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে। এই তিন দিনের মধ্যে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরির সাথে জড়িতদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে ওই তিন ওসির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার।

প্রসঙ্গত. শুক্রবার রাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবায় মার্কেটের আরিফ ফটোস্ট্যাট ও মিন্টু কনফেকশনারি নামে দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান দুটির তালা ভেঙে একটি কম্পিউটারের মনিটর ও নগদ টাকা ও কিছু সিগারেট চুরি করে নিয়ে যায়।

(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :