যে ফোনের ডিসপ্লে কখনোই নষ্ট হবে না

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ১০:৩৬

সেলফ হিলিং ডিসপ্লে সমৃদ্ধ একটি ফোন তৈরি করছে লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা। সম্প্রতি এই ফোনটি তৈরির জন্য প্যাটেন্ট সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। এই ফোনটি বাজারে এলে এটিই হবে বিশ্বের প্রথম সেলফ হিলিং ডিসপ্লের স্মার্টফোন।

মটোরোলা দাবি করছে , এই ফোনটির ডিসপ্লেতে কোনো আঁচড় পড়লে কিংবা ভেঙে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে মেরামত হয়ে যাবে। এজন্য ফোনটিতে হিটিং ইফেক্ট ব্যবহার করা হবে।

এর আগে মটোরোলা শাটারপ্রুফ ডিসপ্লের ফোন বাজারে এনে আলোড়ন তৈরি করেছিল।

এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হবে ‘শেপ মেমোরি পলিমার’। ফোনটির ডিসপ্লে ক্ষতিগ্রস্থ হলে ব্যবহারকারীর শরীরের তাপে এই ডিসপ্লে নিজে নিজেই সারিয়ে নেবে।

ফোনটি ঠিক কবে নাগাদ উৎপাদন শুরু হবে সে সম্পর্কে কিছু জানায়নি মটোরোলা।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :