গাজীপুরে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ১১:৫৯

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসির) রেজিস্ট্রেশন প্রদান, অবৈধ বাণিজ্য বন্ধ, নিজস্ব ভবন নির্মাণ, শিক্ষক নিয়োগসহ কলেজের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের বিভিন্ন দাবিতে সিটি মেডিক্যাল নামে বেসরকারি একটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার সকালে গাজীপুরের আউটপাড়া এলাকায় মেডিকেল কলেজের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।

কলেজটির প্রতিষ্ঠার পর প্রথম দুই বছরের অনুমোদন থাকলেও পরবর্তী তিনটি ব্যাচের শিক্ষার্থীদের বিএমডিসির কোনো রেজিস্ট্রেশন নেই। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ এনে কলেজের মূল ফটকে তালা লাগিয়ে শিক্ষার্থীরা গত দুই দিন ধরে এসব কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীরা অভিযোগ, কলেজ শুরুর পর প্রথম দুই বছরের জন্য একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক অনুমোদন দেয় বিএমডিসি। কিন্তু শর্ত পালন না করায় গত দুই শিক্ষাবর্ষ ধরে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রমের অনুমোদন বা রেজিস্ট্রেশনের অনুমোদন দেয়নি বিএমডিসি। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এই কলেজে নেপাল ও ভারতের অন্তন্ত ২৭ জন শিক্ষার্থী ছাড়াও সাড়ে তিনশ শিক্ষার্থী রয়েছেন। ওই তিন ব্যাচের অনুমোদন ও রেজিস্ট্রেশনের শর্ত পূরণের জন্য কলেজের অধ্যক্ষ, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের বিভিন্ন সময় তাগিদ দিলেও এ বিষয়ে কোনো সাড়া মেলেনি। এসব বিষয়ে সুষ্ঠু কোন সমাধান না এলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :