৭০ দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে মাঝারি যান

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৫:১০ | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ১৩:২৫

পাহাড় ধসের ৭০ দিন পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে মাঝারি ধরনের যান চলাচল শুরু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির শালবন এলাকায় বেইলি সেতু উদ্বোধনের পর মাঝারি যান চলাচল শুরু হয়। সেতুটি উদ্বোধন করেন সওজ রাঙামাটি অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এমদাত হোসেন। তবে রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-বান্দরবান সড়কে এখন ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

সড়কগুলোর বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সড়কগুলোর স্বাভাবিক করতে আরও সময় লাগবে জানিয়েছেন সওজের নির্বাহী প্রকৌশলী।

গত ১২ জুন পাহাড় ধসে সড়কের বিভিন্ন স্থানে ধসে যাওয়ায় দুই সপ্তাহ অধিক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সে সময় মাটিচাপায় মারা যায় ১২০ জন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :