দুই বছরেও সন্ধান মেলেনি কুষ্টিয়ার স্বেচ্ছাসেবক লীগ নেতার

প্রকাশ | ২১ আগস্ট ২০১৭, ১৪:২৮

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

দুই বছরেও সন্ধান মেলেনি কুষ্টিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সবুজের। ২০১৫ সালের ২০ আগস্ট গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্ট থেকে সাজ্জাদ হোসেন সবুজ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুকে আটক করে সাদা পোশাকধারীরা। এর ছয় দিন পর আক্তারুজ্জামান লাবু ফিরে এলেও এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি সবুজের।

সোমবার দুপুরে সাজ্জাদ হোসেন সবুজের সন্ধান চেয়ে তার পরিবারের সদস্যরা শহরের পরিমল টাওয়ারে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সবুজের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া জানান, তারা বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েছেন। সবুজকে গ্রেপ্তারের বিষয়ে কোনো সংস্থা মুখ খোলেনি।

জিনিয়া বলেন, তিনিসহ তার পরিবারের সদস্যরা সবুজের অপেক্ষায় রয়েছেন। তারা সবুজের সন্ধান চান।

(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/জেবি)