নতুন প্রজন্মকে পুলিশ হওয়ার আহবান ওসির

প্রকাশ | ২১ আগস্ট ২০১৭, ১৫:১০

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

নতুন প্রজন্মকে পুলিশ হওয়ার আহ্বান জানিয়েছেন একজন ওসি। সোমবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে পুলিশের ভূমিকা শীর্ষক এক কর্মশালা হয়।

কর্মশালায় থানার ওসি আখতার মোর্শেদ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী শুধু দেশেই নয়- বিদেশেও প্রশংসনীয় ভূমিকা রাখছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি পুলিশ বাহিনী ভূমিকা রাখছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। পুলিশ বাহিনীর পুরুষ ও নারী সদস্যরা অস্ত্র হাতে ঝুঁকির মুখে মাঠে দায়িত্ব পালনের পাশাপাশি নানা সামাজিক দায়িত্বও পালন করছে। পুলিশ বাহিনীতে সদস্য সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে তাদের সাফল্যগাঁথাও।

তিনি পুলিশিং কর্মকাণ্ডেও সকলকে সহযোগিতায় এগিয়ে আসারিআহ্বান জানান।

কর্মশালায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এমডি/এলএ)