তিন দিনের মধ্যে আনিসুলের ঘুম ভাঙানো হবে

প্রকাশ | ২১ আগস্ট ২০১৭, ১৫:৪৭ | আপডেট: ২১ আগস্ট ২০১৭, ১৬:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। তবে চিকিৎসকদের ওষুধ প্রয়োগে তিনি কিছুটা অশ্বস্তিতে থাকার কারণে ঘুমের ওষুধ দিয়ে এখনো তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

আগামী বৃহস্পতি থেকে শুক্রবারের দিকে হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা তাকে স্বাভাবিকভাবেই জাগিয়ে তোলার চেষ্টা করবেন বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন মেয়র আনিসুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, ‘মেয়র সাহেবের শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ওনাকে (স্টেরয়েড ও অন্যান্য ওষুধ) যে ওষুধ দেয়া হচ্ছে এতে তিনি কিছুটা আন-ইজি ফিল করার কারণে তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডাক্তার বলেছে আগামী তিন দিনের মধ্যে ঘুমের ওষুধ কমিয়ে তাকে জাগিয়ে তোলা হবে।’

 

মিজানুর রহমান বলেন, ‘মেয়র সাহের সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি না হওয়া পর্যন্ত সেখানেই নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।’

 

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে ১৩ আগস্ট স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি মস্তিষ্কের রক্তনালীর প্রদাহে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। লন্ডনে ব্যক্তিগত সফর শেষে গত ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।

পরিবারের পক্ষ থেকে আনিসুল হকের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান মেয়রের এই ব্যক্তিগত সহকারী।

মেয়র আনিসুলের শারীরিক অবস্থার খবর জানাতে তার মালিকানাধীন টেলিভিশন নাগরিকের প্রধান নির্বাহী আবদুন নুন তুষারকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি সবশেষ এ বিষয়ে তথ্য জানিয়েছেন রবিবার ২০ আগস্ট।

তুষার তার ফেসবুকে সেদিন লেখেন, ‘মেয়র আনিসুল হক চিকিৎসাধীন আছেন, সকলে দোআ করবেন যাতে তার সুস্থতা দ্রুততর হয়l’

(ঢাকাটাইমস/২১আগস্ট/এএকে/ ডব্লিউবি)