চট্টগ্রাম কলেজে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ১৫:৫৮

চট্টগ্রাম সরকারি কলেজে পুলিশের সঙ্গে ছাত্রলীগের একাংশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রশিবিরের এক কর্মীকে নিয়ে কথা কাটাকাটির সময় সোমবার সকাল ১০টায় এ সংঘর্ষ হয়।

এ সময় পুলিশের লাঠির আঘাতে মনসুর নামে এক ছাত্রলীগ কর্মীসহ দুজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী এক ছাত্র জানান, সকাল ১০টায় ছাত্রলীগ কলেজ থেকে প্রমাণসহ ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করে। পরে ছাত্রলীগ নেতারা ওই শিবির কর্মীর কছে বিভিন্ন তথ্যাদি সম্পর্কে জানতে চাইলে পুলিশ ছাত্রলীগ কর্মীদের বাধা দেয়।

এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ ছাত্রলীগ কর্মীদের ওপর এলোপাতাড়ি লাঠিচার্জ করলে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশের লাঠিচার্জে দুই ছাত্রলীগ কর্মী আহত হন। পরে ছাত্রলীগ কর্মীরা ঐক্যবদ্ধভাবে পুলিশের বর্বর নির্যাতনের প্রতিবাদে মিছিল করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল করিম বলেন, কলেজে কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্র বিবাদে লিপ্ত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে ছাত্রলীগ নামধারী কয়েকজন ছাত্র চড়াও হলে পুলিশ লাঠিচার্জ করে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/আইকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :