১০৫ বছর ধরে পিরিয়ডকালীন ছুটি চালু এই স্কুলে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৭:২৬ | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ১৭:২২

পিরিয়ডের সময় মেয়েদের ছুটি দেয়া উচিত কি না এই নিয়ে যখন বিশ্বজোড়া তর্ক-বিতর্ক চলছে, ঠিক তখনই জানা গেল চমকে দেবার মতো এক তথ্য। ভারতের কেরালা রাজ্যের একটি ছোট্ট স্কুল তাদের ছাত্রীদের পিরিয়ডের ছুটি দিয়ে আসছে ১০৫ বছর আগে থেকে।

এরনাকুলামের ত্রিপুনিতুরার সরকারি স্কুল। ১৯১২ সাল থেকে ছাত্রীদের পিরিয়ডের ছুটি নেয়ার চল রয়েছে এই স্কুলে। বার্ষিক পরীক্ষার সময় ছাত্রীরা পিরিয়ডের ছুটি নিতে পারে। পরীক্ষার সময় পিরিয়ড হলে সেই ছাত্রী পরেও পরীক্ষা দিতে পারে।

ইতিহাসবিদ পি ভাস্করানুন্নি তার ‘কেরালা ইন দ্য নাইনটিনথ সেঞ্চুরি’ বইটিতে লিখেছেন, স্কুলের প্রধান শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পিরিয়ডের ছুটি অনুমোদনের জন্য অনুরোধ করেছিলেন। তার যুক্তি ছিল, পিরিয়ড চলাকালীন গরহাজির থাকেন স্কুলের ছাত্রী ও শিক্ষিকারা। ১৯৮৮ সালে কেরালা সাহিত্য একাডেমি কর্তৃক প্রকাশিত এই বইটিকে দক্ষিণি রাজ্যের বিশ্বাসযোগ্য ইতিহাসের ধারক হিসেবে গণ্য করা হয়।

ওই বইতে বলা হয়েছে, সেই সময়কার শিক্ষাআইন অনুযায়ী বার্ষিক পরীক্ষায় বসার জন্য ৩০০ দিনের উপস্থিতি বাধ্যতামূলক ছিল ছাত্রছাত্রীদের জন্য। তাতে লেখা আছে, ‘ত্রিপুনিতুরা স্কুলের শিক্ষিকা ও ছাত্রীরা পিরিয়ডের সময় স্কুলে যেতেন না।’ এ জন্যই ১৯১২ সালের ১৯ জানুয়ারি প্রধান শিক্ষক ভিপি বিশ্বনাথ আইয়ার মেয়েদের পিরিয়ডের ছুটি মঞ্জুর করার জন্য ত্রিশূরের স্কুল পরিদর্শকের কাছে আর্জি জানিয়েছিলেন।

বইটিতে দাবি করা হয়েছে, ঠিক পাঁচদিনের মাথায় এই আর্জি মেনে নেয় কর্তৃপক্ষ। বইতে লেখা আছে, ‘২৪ জানুয়ারি শিক্ষা কর্মকর্তা নির্দেশিকা জারি করে বলেন যে ছাত্রীরা পিরিয়ডের জন্য বার্ষিক পরীক্ষা দিতে পারবে না, তাদের পরীক্ষা পরে এক সময়ে নেয়া হবে।’

১০০ বছর আগে যখন পিরিয়ড নিয়ে মানুষের মধ্যে সাংঘাতিক ট্যাবু ছিল, তখন এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। এক শতাব্দীরও বেশি সময় পর কেরালা বিধানসভার চলতি অধিবেশনে কংগ্রেস বিধায়ক কেএস সাবারিনাথন নারী কর্মীদের ‘পিরিয়ড লিভ’ মঞ্জুর করার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন। এ বিষয়ে বিভিন্ন মহলের মতামত নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

সূত্র: এই সময়

(ঢাকাটাইমস/২১আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মমতার

ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি 

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ১৩ রাজ্যের ৮৮ আসনে ভোটগ্রহণ শুক্রবার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করতে চায় আর্জেন্টিনা, কিন্তু কেন?

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্বপালন থেকে বিরত থাকবেন স্পেনের প্রধানমন্ত্রী 

ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান সংঘাত: সিরিয়া কি নতুন যুদ্ধক্ষেত্র হবে?

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে জ্যামাইকা

পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা সফরে ইরানের প্রেসিডেন্ট

বিরল সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

এই বিভাগের সব খবর

শিরোনাম :