বরিশালে ভুয়া মেজর আটক

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ১৭:২৮

বরিশালে র‌্যাবের অভিযানে ভুয়া মেজর পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক নওশের আলী বিটু বরিশাল নগরের উত্তর ভাটিখানা এলাকার মিয়া বাড়ির বাসিন্দা মৃত মতিয়ার রহমান মিয়ার ছেলে।

নওশের তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে ভুয়া মেজর পরিচয় দিয়ে বিভিন্ন জনকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

সোমবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় জানানো হয়, ১৮ আগস্ট বরিশাল নগরের কাউনিয়া জোড় মসজিদ এলাকার লুৎফর রহমান মিয়ার মোবাইল ফোনে আটক ব্যক্তি কল দিয়ে নিজের ভুয়া পরিচয় দিয়ে র‌্যাব-৮ অফিসে দেখা করতে বলেন। কারণ তার নামে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ২০ আগস্ট লুৎফর রহমান মিয়া কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডারের সাথে সাক্ষাত করেন।

পরে র‌্যাব অনুসন্ধানে নেমে নগরের ফকিরবাড়ী রোডস্থ নিউ হোটেল রাধুনী অ্যান্ড বিরিয়ানি হাউজ হোটেল থেকে রবিবার মধ্যরাতে নওশের আলী বিটুকে আটক করে।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মুহাম্মদ আলী হুসাইন বাদী হয়ে বরিশাল মহানগরের কোতয়ালি মডেল থানায় এ আসামির বিরুদ্ধে একটি মামলা করেছেন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :