উত্তর-দক্ষিণের পথে ট্রেন চালু

নিজস্ব সংবাদদাতা, ঢাকাটাইমস
| আপডেট : ২১ আগস্ট ২০১৭, ২৩:০৩ | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ১৮:২০

৩৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মেরামত কাজ শেষ হওয়ার পর সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় কর্মকর্তা শওকত জামিল জানান, মেরামত কাজ শেষ হওয়ার পর রংপুর এক্সপ্রেস পৌংলী নদীর উপরে রেল সেতুর ধসে যাওয়া অংশ অতিক্রম করেছে।

বন্যার পানির তীব্র স্রোতে এলেঙ্গা পৌরসভার পৌংলী রেলসেতুর দক্ষিণ অংশের অ্যাপ্রোচ রোডের ২০ ফুটের মতো জায়গা থেকে মাটি সরে গেলে রবিবারর সকাল থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এরপর আজ সোমবার বিকালে প্রায় ৩৪ ঘণ্টা পর ক্ষতিগ্রস্থ অংশের মেরামত কাজ শেষ হয়।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, পরীক্ষামুলক ট্রেন চলাচল শেষ হয়েছে। সামান্য কিছু ত্রুটি ছিল তা এখন মেরামত শেষ হয়েছে। ত্রুটিপূর্ণ কাজের মেরামতের মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/আরকে/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :