বৃত্তি জালিয়াতির অভিযোগে বহিষ্কৃত শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ১৮:২৭

প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তি নিয়ে জালিয়াতির অভিযোগে বহিষ্কৃত রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা পুলিশ লাইনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সকালে তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে থানায় একটি মামলা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ নগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করেছেন। এরপর দুদকের এই কর্মকর্তাই আবুল কাশেমকে গ্রেপ্তার করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় তদন্তে বৃত্তি জালিয়াতি প্রমাণিত হওয়ায় আবুল কাশেম এখন সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।

দুদকের উপ-সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বলেন, ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪০ জন শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে দিয়ে তাদের বৃত্তি পাইয়ে দেয়ার অভিযোগ ওঠে। পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে বিষয়টি নিয়ে তিনি তদন্ত শুরু করেন। তদন্তে তার কাছে অভিযোগটি সত্য মনে হয়েছে।

এ জন্য সোমবার সকালে তিনি নগরীর রাজপাড়া থানায় আবুল কাশেমের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আবুল কাশেমকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। সাবেক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেমের বাড়ি নগরীর ভদ্রা এলাকায় বলেও জানান তরুণ কান্তি ঘোষ।

তিনি জানান, প্রাথমিকের বৃত্তিতে ফল জালিয়াতির অভিযোগটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও তদন্ত করেছে। সেখানেও এই জালিয়াতি ধরা পড়েছে। পরে ওই ৪০ শিক্ষার্থীর বৃত্তি বাতিল করা হয়। পরবর্তীতে এ জালিয়াতির ঘটনায় আবুল কাশেমসহ তিন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে। এরপর আবুল কাশেমকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

(ঢাকাটাইমস/২১আগস্ট/আরআর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বাড়ি ফেরার পথে লাশ হলেন বৃদ্ধ সুরুজ আলী

জাজিরায় কৃষকদের দুই দিনব্যাপী কন্দাল ফসল চাষের প্রশিক্ষণ সম্পন্ন

কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

বাসর করেই স্বামী পলাতক! শ্বশুরবাড়িতে অবস্থান নববধূর

বগুড়ার তিন উপজেলা নির্বাচনে মনোয়‌নে বৈধতা পে‌লেন ৩৫ জন

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ দুজন আটক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন

রায় জালিয়াতি: শিবচরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

কেএনএফ চাইলে সমঝোতার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় আসতে পারে, বান্দরবানে র‌্যাব ডিজি

শ্রীপুরে খালে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :