ময়মনসিংহে পেট্রোল বোমা উদ্ধার

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ১৮:৫৩

ময়মনসিংহে গৌরীপুরে তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন রাজধানীগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেসে পেট্রোল বোমা নিক্ষেপের পর সেখান থেকে ওই তাজা বোমা উদ্ধার করা হয়।

সোমবার এ ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর জানাতে পারেননি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান ফরাজী।

জানা গেছে, ওই রাতে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা ট্রেনটি গভীররাতে শ্যামগঞ্জ স্টেশনে থামে। এসময় সংঘবদ্ধ ৭-৮ জন দুর্বৃত্তরা মিলে এ হামলা চালায়। তবে, ভাগ্যক্রমে এ ঘটনায় হতাহত হননি কেউ।

শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিক উদ্দিন জানান, তারা ইঞ্জিন ও বগির কয়েকটি পেট্রোল বোমা ছুড়ে মারে।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার জানান, সেথান থেকে তাজা পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :