হাসপাতাল থেকে পাচারকালে দুই বস্তা ওষুধ উদ্ধার

ব্যুরো প্রধান, খুলনা
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ২০:২৪

খুলনায় সরকারী শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের স্টোর থেকে বের করা দুই বস্তা ওষুধ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বস্তা থেকে ২০ হাজার পিস সিপ্রো ফ্লক্সাসিন ৫০০ এমজি, ১৭ হাজার পিস এসওমেপ্রাজল ২০ এমজি ওষুধ উদ্ধার করা হয়।

এ সময় ডিবি পুলিশকে ঘুষ দেয়ার চেষ্টাকালে ঘুষের ৫০ হাজার টাকা জব্দ এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার ওষুধের প্যাকেটের গায়ে বিক্রয় নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ লেখা রয়েছে। খুলনার বিভিন্ন সরকারি হাসপাতালের স্টোর থেকে দীর্ঘদিন থেকে ওষুধ চোরাইপথে বের করে বিক্রি করে আসছে এই চক্রটি।

সোমবার দুপুর থেকে বিকাল অবধি অভিযান চালিয়ে এ চক্রটির তিন সদস্যসহ বিপুল পরিমাণের সরকারি ওষুধ জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশের এএসআই টমাস মণ্ডল জানান, গোপন তথ্যেরভিত্তিতে ওষুধ পাচার চক্রের সদস্য শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের স্টোরকিপার ফার্মাসিস্ট দেবপ্রসাদ রায় ও তার শ্যালক দীপংকর সানাকে মুজগুন্নি এলাকায় একটি ইসি বাইক থেকে দুই বস্তা ওষুধসহ আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে খুলনার হেরাজ মাকের্টের ইমা মেডিকেল হল থেকে শেখ রকিবুল আবেদিনকে আটক করা হয়। এ সময় দেবপ্রসাদ তাকে (এএসআই টমাস মন্ডল) তাৎক্ষণিক ৫০ হাজার টাকা ঘুষ প্রদানের চেষ্টা করে। একই সাথে পরবর্তীতে আরও ১০ লাখ টাকা ঘুষ দেয়ার কথা বলে। এ অবস্থায় ঘুষের ৫০ হাজার টাকাও জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :