‘বন্যাদুর্গত একজন মানুষও না খেয়ে থাকবে না’

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ২০:৪৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ ত্রাণ পাবে না, এমন কেউ নেই, থাকবেও না। শেখ হাসিনা সরকার জনগণের পাশে আছেন, থাকবেন।

সোমবার বিকালে নিজ এলাকা নাটোরের সিংড়া পৌরসভার ১ হাজার ৩০৬ জন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চলনবিলের মানুষের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দিয়েছেন, আরো দেবেন। একটা মানুষও না খেয়ে থাকবে না। সিংড়ার বন্যার্তদের পাশে আমি আছি, থাকব। বন্যার পর ঘর-বাড়ি মেরামত করে দেয়া হবে। পুনর্বাসন না হওয়া পর্যন্ত সেবা দিয়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের বিপদে পাশে থাকে, পালায় না।

এসময় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী বন্যায় হুমকির মুখে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির উপ-কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিদ্যুৎকেন্দ্রটি রক্ষার জন্য জিএম, ডিজিএমকে নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :