ত্রাণ নয় বিচার বিভাগের বিরোধিতায় ব্যস্ত সরকার: রিজভী

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ২০:৫১

সরকার ও সরকারি দল আওয়ামী লীগ বন্যার্তদের ত্রাণ দেয়ার চেয়ে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিচার বিভাগের বিরোধিতায় ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভার হানাগর এলাকায় ত্রাণ বিতরণকালে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের নেতারা সব সময় অসত্য কথা বলেন, বানোয়াট কথা বলেন এবং বিভ্রান্তিকর কথা বলেন।’ বন্যা নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই অভিযোগ করে রিজভী বলেন, ‘সরকারের মন্ত্রীদের কারও এ ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ দেখি না; বরং ষষ্ঠ সংশোধনী বাতিলের রায় নিয়েই তাদের লাফালাফি করতে দেখেছি। বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিতে দেখছি।’

দেশে খাদ্য মজুত নিয়ে মন্ত্রীদের বক্তব্যে অসংগতির অভিযোগও করেন রিজভী। তিনি বলেন, ‘তারা বলছেন যে খাদ্য ঘাটতি নেই। কিন্তু অর্থমন্ত্রী বলেছেন খাদ্য সংকট চলছে। সরকার যারা পরিচালনা করছে তাদের কথায় যে অসংগতি তা থেকে মনে হয় জনদুর্ভোগ মোকাবেলা করার জন্য তাদের কোনো প্রস্তুতি নাই।’

ত্রাণ বিতরণের সময় রিজভীর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ দলের নেতাকর্মীরা।

পরে সদর উপজেলার পাছগাছী ইউনিয়নে বন্যা দুর্গতের মাঝেও ত্রাণ বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

(ঢাকাটাইমস/২১আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ: বিএনপির ৬৪ নেতাকে শোকজ

ভোটের মাঠ থেকে স্বজনদের সরাতে পারেননি আ.লীগের মন্ত্রী-এমপিরা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :