ময়মনসিংহে বিনা পয়সায় হাতি দর্শন

মনোনেশ দাস, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ২২:৪৯

অনেক টাকা খরচ করে ঢাকায় গিয়ে চিড়িয়াখানায় দেখতে হয় তাকে। তাও আবার টাকা থাকলেই যে দেখা সম্ভব, তাও নয়! হাতে থাকতে হবে সময়ও। কিন্তু বিনা পয়সায়ই দর্শন দিচ্ছে হাতি।

জেলার সকল থানাতেই মানুষের বাড়ির সামনে, দোকান-পাট তথা সর্বত্রই পৌঁছে যাচ্ছে বিশাল দেহের এই প্রাণি। যদিও এই প্রাণিটিকে দিয়ে চাঁদাবাজি হয় বলে অভিযোগ এদের পরিচালনাকারী মাহুতদের বিরুদ্ধে।

এ ব্যাপারে দ্বিমত পোষণ করলেন ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অধ্যাপক বিমল কান্তি দে। তিনি ঢাকাটাইমসকে বলেন, ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়িতে অনেক হাতি ছিল। এখন একটিও নেই। হাতি পোষার মতো লোকও নেই। এইসব হাতি এ অঞ্চলে না এলে হয়তো অনেকে জীবন্ত হাতি দেখতেও পেতো না।

(ঢাকাটাইমস/২১আগস্ট/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :