গফরগাঁওয়ে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ২৩:৩৪

ময়মনসিংহের গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলে আশ্রয় নেয়া পৌর এলাকার ৪ ও ৮ নং ওয়ার্ডের বন্যাদুর্গত ৬০ পরিবারের মাঝে সোমবার ৫টার দিকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা পরিষদ, পৌরসভা ও ব্যক্তি উদ্যোগে এসব পরিবারের মাঝে বিনামূল্যে তিন বেলা খাবার বিতরণের উদ্যোগ নেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান, সহকারী কশিনার (ভূমি) শেখ শামছুল আরেফিন, স্থানীয় এমপির একান্ত সচিব আ.লীগ নেতা মাসুদ হোসেন সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইসলামিয়া সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম শিকদার প্রমুখ।

ত্রাণ হিসেবে চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, স্যালাইন, মোমবাতি ও ম্যাচ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান জানান, বর্নাদুর্গতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করা হয়েছে। সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের নিরাপত্তার জন্য আনসার নিয়োগ করা হয়েছে।

এর আগে সোমবার বেলা ১১.৪৩ মিনিটে ঢাকাটাইমসে ‘গফরগাঁওয়ে পানিবন্দি চার শতাধিক পরিবার, দুর্ভোগ চরমে’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

এর পরপরই পানিবন্দি অনেক পরিবারকে ইসলামিয়া সরকারি হাই স্কুলে নিয়ে আসা হয়।

(ঢাকাটাইমস/২১আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :