বিশ্ব একাদশে খেলতে পাকিস্তান যাচ্ছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৩:০৩ | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৭, ১২:৫৬
ফাইল ছবি

২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে কোনোমতে প্রাণ নিয়ে দেশে ফিরেন লঙ্কান দল। সে থেকে দীর্ঘ আট বছর কেটে যাচ্ছে, পাকিস্তান চোখে দেখেনি কোনো আন্তর্জাতিক ম্যাচ। দেশের মাটিতে ক্রিকেটকে ফেরাতে কোমর বেঁধে নেমেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি।

সেপ্টেম্বরের দিকে বিশ্ব একাদশের ম্যাচ খেলানোর পরিকল্পনা আঁটছে দেশটির ক্রিকেট কর্তারা। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লাহোরে লড়বে বিশ্বের তারকাদের নিয়ে গড়া বিশ্ব একাদশ। অনুষ্ঠেয় তিন ম্যাচ সিরিজের একাদশে থাকছেন তামিম ইকবাল। বিসিবির একটি সূত্র থেকে খবরটি মিলল।

এদিকে শেঠি জানিয়েছেন, বিশ্বের নামি-দামি ১৫ ক্রিকেটারকে নিয়ে গড়া হবে বিশ্ব একাদশ দল। দলটি ঠিক করার দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করছেন। তামিমের সঙ্গেও কথা হয়েছে ফ্লাওয়ারের।

এছাড়া তামিমের খেলা নিয়ে আইসিসির সদর দপ্তর থেকে পাকিস্তান ইস্যুতে দায়িত্বপ্রাপ্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক প্রধান জাইলস ক্লার্ক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অনুরোধ করেছেন। বিসিবি সভাপতি এবং তামিম হ্যাঁ বলায় অনেকটা নিশ্চিত যে বিশ্ব একাদশে খেলতে পাকিস্তান যাচ্ছেন টাইগারদের ড্যাশিং ওপেনার।

আজকালের মধ্যেই ঘোষিত হবে চূড়ান্ত দল। ওই দলের সম্ভাব্য অধিনায়ক সাউথ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। এখন পর্যন্ত যতদূর জানা গেল, পাকিস্তানের বিশ্ব একাদশকে নিয়ে ম্যাচ আয়োজনে আইসিসির কোনো আপত্তি নেই। তবে নিরাপত্তা তদারকি করতে ২৬ আগস্ট পর্যবেক্ষক দল পাঠাচ্ছে আইসিসি।

(ঢাকাটাইমস/ ২২ আগস্ট/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :