রংপুরে দুই স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৭, ১৩:৪৮

রংপুরের মিঠাপুকুরে দুই স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ঘাতক স্বামী ইলিয়াছ আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার রংপুরের জেলা ও দায়রা জজ হুমসায়ুন কবীর এ রায় দেন।

সরকার পক্ষের আইনজীবী আব্দুল মালেক জানান, ২০১৪ সালের ১৮ জুলাই রংপুরের মিঠাপুকুরের রুপসী গাছুয়া গ্রামে আমজাদ হোসেনের ছেলে ইলিয়াছ আলী রাত সাড়ে ১০ টার দিকে ছোট স্ত্রী মকসুদা বেগমকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ দৃশ্য দেখে বড় স্ত্রী মোমেনা বেগম চিৎকার করে বাড়ির বাইরে বের হয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকেও কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় গ্রামবাসী ইলিয়াছ আলীকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ইলিয়াছ আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পরে পুলিশ দুই গৃহবধু মকসুদা বেগম ও মোমেনা বেগমের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এ ঘটনায় মিঠাপুকুর থানার এস আই নজরুল ইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করে। তদন্ত শেষে পুলিশ আসামি ইলিয়াছ আলীর নামে আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আসামি ইলিয়াছ আলীকে দোষী সাব্যস্ত করে বিচারক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

(ঢাকাটাইমস/২২আগস্ট/আরআই/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :