পিরোজপুরে স্কুলশিক্ষক সমীরণ হত্যায় গ্রেপ্তারদের শাস্তি দাবি

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৭, ১৮:৫৭

পিরোজপুরে স্কুলশিক্ষক সমীরণ মজুমদার হত্যার দায়ে গ্রেপ্তারদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সমীরণ মজুমদারের নিজ এলাকা নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় তিন শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

পরে শিক্ষক সমীরণ মজুমদার হত্যার দায়ে গ্রেপ্তার আসামিদের শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করেন তার পরিবারের সদস্যরা।

উপস্থিত ছিলেন শিক্ষক সমীরণ মজুমদারের পিতা শৈলন্দ নাথ মজুমদার, মা নিহারকনা মাঝি, স্ত্রী স্বপ্না বসু, সমীরণের তিন শিশু কন্যা- সংযুক্তা, শুভমিতা ও রুদ্র মজুমদার প্রমুখ।

প্রসঙ্গত, ২৩ মার্চ রাত ২টার দিকে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা সিঁধ কেটে স্কুলশিক্ষক সমীরণ মজুমদারের ঘরে ঢুকে তাকে টেনেহিঁচড়ে ঘরের বাইরে এনে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের খুলনা মেডিকেল নেয়ার পথে সমীরণ মারা যান।

(ঢাকাটাইমস/২২আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :