‘মার্কিন সেনাদের কবরে পরিণত হবে আফগানিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৯:৪৫ | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৭, ১৯:৪২

আফগানিস্তান মার্কিন সেনাদের গোরস্থানে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তালেবান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান নিয়ে তার প্রশাসনের নতুন নীতি ঘোষণা দেয়ার পর তালেবানের পক্ষ থেকে এ হুঁশিয়ারি উচ্চারিত হলো।

ওয়াশিংটন বলেছে, দক্ষিণ এশিয়ার এ দেশটিতে মার্কিন সেনাদের উপস্থিতি বাড়ানো হবে।

তালেবান গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তার সেনাদের আফগানিস্তান থেকে সরিয়ে না নেয় তাহলে একবিংশ শতাব্দীতে পরাশক্তি এই দেশটির জন্য আরেকটি গোরস্তানে পরিণত হবে আফগানিস্তান। আফগানিস্তানে যুদ্ধ না চালিয়ে বরং এখান থেকে চলে যাওয়ার কৌশল নিয়ে চিন্তাভাবনা করতে মুজাহিদ মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

মুজাহিদ আরো বলেন, ‘আফগানিস্তানের মাটিতে যতদিন একজন মার্কিন সেনার উপস্থিতি থাকবে এবং যতদিন যুক্তরাষ্ট্র আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে রাখবে ততদিন পর্যন্ত তালেবান যোদ্ধারা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।’

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে দেশটিতে দীর্ঘ মেয়াদি যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে আসার পর তালেবান এ হুঁশিয়ারি দিল।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২২আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :