‘মুমিনুলকে একাদশের বাইরে রাখা ঠিক হবে না’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৭, ২২:০৯

তিন নম্বরে ব্যাট করে থাকেন মুমিনুল হক। যতদূর জানা গেছে, মুমিনুল নন, ঢাকা টেস্টে তিন নম্বরে ব্যাট করবেন ইমরুল কায়েস। মঙ্গলবার সাংবাদিকদেরও এমনটা জানিয়েছিলেন স্বয়ং ইমরুল। কোচ নাকি তাকে এমনটাই বলে রেখেছেন। এরপরই গুঞ্জন শুরু, তাহলে কী একাদশের বাইরে থাকবেন মুমিনুল?

দেশ সেরা এ টেস্ট ব্যাটসম্যানকে বাইরে রেখেই গত শনিবার ১৪ সদস্যের দল ঘোষনা করা হয়েছিল। পরে বোর্ড প্রেসিডেন্টের হস্তক্ষেপে দলে ফিরেন মুমিনুল। দলে ফিরলেও কোচের বিশেষ অপছন্দের কারণে তার একাদশে স্থান পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করছেন কেউ কেউ। মুমিনুলের মতো ব্যাটসম্যানেকে কেন এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে- এ নিয়ে বিস্মিত অনেকেই।

সাবেক বিসিবি পরিচালক খন্দকার জামিল উদ্দিনও মনে করেন ‘বেটার চয়েজ’ হিসেবেই একাদশে জায়গা হওয়া উচিৎ মুমিনুলের। তিনি বলেন,‘ বোর্ড প্রেসিডেন্টকে আমার ধন্যবাদ যে, মুমিনুলের মতো ব্যাটসম্যানকে তিনি ফিরিয়ে এনেছেন। তাকে দলে ফিরিয়ে এনে যদি একাদশের বাইরে রাখা হয় তাহলে তো এর কোনো মানে থাকলো না। অমি মনে করি, ইমরুল ওয়ান ডাউনে ব্যাট করলেও একাদশে থাকতে পারেন মুমিনুল। কারণ, মুমিনুল চার নম্বরেও ব্যাট করেছেন ইতিপূর্বে। সেক্ষেত্রে হয়তো সাব্বির বা নাসিরের মধ্যে যে কেউ বাদ পড়বেন। আবার তিন পেসার নিয়ে বাংলাদেশ একাদশ সাজাবে কীনা সেটাও দেখার। কাজেই এখনই বলার সময় আসেনি যে, মুমিনুল একাদশে থাকছেন না। তবে আমি মনে করি, মুমিনুলের একাদশে থাকা উচিৎ।’

বাদ পড়া আবার দলে ফেরা- এসব ঘটনা একজন ব্যাটসম্যানদের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়ায় । তবে মুমিনুল এমন জাতের ব্যাটসম্যান যার এই চাপ সামলে ভালো খেলার যোগ্যতা রয়েছে বলে মনে করেন এ ক্রিকেট বিশ্লেষক। খন্দকার জামিল বলেন,‘ এমন পরিস্থিতি যে কোনো খেলোয়াড়ের জন্যই বাড়তি চাপের কারণ। এমনিতে সে ভালো ফর্মে নেই। তার সঙ্গে নতুন চাপ যুক্ত হয়েছে। তবে ভালো ব্যাটসম্যানরা এমন পরিস্থিতি সামাল দিতে জানেন। নান্নু, বাশার সুমনের ক্ষেত্রে যেটা আমরা দেখিছি। আন্তর্জাতিক ক্রিকেটে তো এর ভৃরিভুরি দৃষ্টান্ত রয়েছে। যতদূর মনে হচ্ছে, সব কিছুর জন্য মুমিনুল পুরোপুরি প্রস্তুত। সে মাথা ঠাণ্ডা রেখেছে। সে তো নিজ মুখেই বলেছে, অনেক অনেক ভালো খেলার কথা। আমিও মনে করি, সে পারবে। মুমিনুলর মধ্যে সেই যোগ্যতা আছে।’

মুমিনুলের দলে ফেরায় স্বস্তি প্রকাশ করে খন্দকার জামিল বলেন,‘ গতবছর ইংল্যান্ডের বিপক্ষে আমরা ঐতিহাসিক জয় পেয়েছি। ওই ম্যাচের তামিমের সঙ্গে ম্যাচ জয়ী পার্টনারশিপ ছিল মুমিনুলের। ২৭ তারিখ এই ঢাকাতেই খেলতে নামছে বাংলাদেশ। মুমিনুল সেখানে ভালো রোল প্লে করতে পারবে বলে আমার বিশ্বাস।’

(ঢাকাটাইমস/২২আগস্ট/লিএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :