বাংলাদেশে চাকরি না পেয়ে হতাশ ওজি তারকা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৭, ১১:৩৭
ফাইল ছবি

গত বছর শেষ দিকে রুয়ান কালপাগেকে চাকরিচ্যুত করার পর থেকেই নতুন স্পিন বোলিং কোচের খোঁজে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের ভারত সফরের সময় স্পিন কোচ হওয়ার প্রস্তাব পান সাবেক ভারতীয় স্পিনার সুনীল যোশি। তখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি।

এরপর বিসিবি যোগাযোগ করেছিল অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের সাথেও। শেষমেশ সুনীল যোশিই নিয়োগ পেয়েছেন। তবে বাংলাদেশে চাকরি না পেয়ে হতাশ ম্যাকগিল। এক টুইট বার্তায় ম্যাকগিল বলেন, ‘খবরটা শুনে খারাপ লাগল। আমি সত্যিই হতাশ হয়েছি। আশা করছি ভবিষ্যৎতে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সুযোগ আসবে।’

এদিকে আপাতত ২০ দিনের জন্য বাংলাদেশের স্পিনারদের নিয়ে কাজ করবেন যোশি। তবে ওজি সিরিজ শেষে যোশির সাথে দীর্ঘ মেয়াদে চুক্তি করা নিয়ে ভাববে বিসিবি।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ভারতের জার্সিতে খেলেছেন যোশি। দেশের হয়ে ১৫ টেস্ট ও ৬৯ টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে ৩৯ আর ওয়ানডেতে ৬৯ উইকেট রয়েছে তার ঝুলিতে। এছাড়া ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের নয় উইকেটের জয়ের পেছনে যোশির অবদান অনেক। দুই ইনিংসে আট উইকেট নিয়ে ওই ম্যাচের ম্যাচ সেরা নির্বাচিত হন এই বাঁহাতি অর্থোডক্স স্পিনার।

২০১২ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন যোশি। এরপর দায়িত্ব পালন করেছেন জম্মু ও কাশ্মিরের কোচ হিসেবে। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত ছিলেন ওমান জাতীয় দলের স্পিন কোচ। আসামের কোচের দায়িত্বও ছিল তার কাঁধে।

(ঢাকাটাইমস/ ২৩ আগস্ট/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :