৬ জিবি র‌্যামের ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৭, ১৫:০১

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান কুলপ্যাড হাইএন্ড সিরিজের একটি ফোন বিক্রির ঘোষণা দিয়েছে। ফোনটির মডেল কুলপ্যাড কুল প্লে ৬। ফোনটিতে ৬ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। ভারতের বাজারে ফোনের মূল্য ১৪ হাজার ৯৯৯ রুপি। ৪ সেপ্টেম্বর থেকে দেশটির বাজারে ফোনটি বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

কুলপ্যাডের নতুন ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির এইচডির ডিসপ্লে। এতে স্ক্র্যাচপ্রুফ ডিসপ্লে রয়েছে। ফোনটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর। ফোনটিতে ৬৪ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।

কুল প্লে ৬ ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটাপ রয়েছে। ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের দুই রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। এছাড়াও এতে ইউএসবি-সি কানেক্টকর, এফএম রেডিও রয়েছে।

অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেমের এই ফোনে ৪০৬০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

কালো ও সোনালি রঙে ফোনটি পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা