টিম ম্যানেজমেন্টে মুশফিক ‘অসাড়’ অধিনায়ক!

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৭:৫২ | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৭, ১৭:১৬

বিসিবির নতুন কাঠামো অনুসারে কোচ নির্বাচক কমিটিরও একজন। মানে দল নির্বাচনে তিনি ভূমিকা রাখেন। চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য পাঁচ কদম এগিয়ে, শুধু ভূমিকাই রাখেন না, দল নির্বাচনে তার কথাই সব। তিনি যাকে চাইবেন না, নির্বাচকরা চাইলেও তার দলে ঢোকার সম্ভাবনা নেই।

অধিনায়ক নির্বাচক কমিটির কেউ নন। কিন্তু দল নির্বাচনে বরাবরই অধিনায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ব্যতিক্রম মুশফিকুর রহিম। কোচ চন্ডিকা হাথুরুসিংহে এতটাই প্রভাবশালী যে, টেস্ট অধিনায়কের এখানে কোনও মতামত দেওয়ার সুযোগ একেবারই কম। মাশরাফি অবশ্য ব্যক্তিত্ব সম্পন্ন। হাথুরুর প্রতাপের মধ্যেও দল নির্বাচনে বা একাদশ ঠিক করতে তার ভূমিকা থাকে।

মাশরাফিকে একটু আধটু পাত্তা দিলেও কোচের কাছে মুশফিক একদমই গুরুত্বহীন। জানা গেছে, টেস্ট দল নির্বাচনে মুশফিকের তেমন কোনও ভূমিকাই থাকে না। এমনকি একাদশ বেছে নেওয়া এবং ব্যাটিং লাইন আপ ঠিক করার মতো বিষয়গুলোতেও টেস্ট অধিনায়কের করার কিছু থাকে না। সবকিছুই ঠিক করেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অথচ এসব বিষয়ে ভুমিকা থাকার কথা অধিনায়কের। কারণ দল ব্যর্থ হলে সবচেয়ে বড় সমালোচনা সহ্য করতে হয় অধিনায়ককেই।

প্রভাবশালী কোচের কারণে টিম ম্যানেজমেন্টে মুশফিক এক অসহয় এবং অসাড় অধিনায়ক। মাঠের দায়িত্ব ছাড়া টিম ম্যানেমেন্টে তার যে একটা বড় ভুমিকা পালন করার কথা, সেটা করতে পারছেন না মুশফিক। এ নিয়ে মুশফিক বরাবরই চুপচাপ। এবং এই চুপচাপের কারণ কৌশলগত। টেস্টে নিজের অধিনায়কত্ব এবং উইকেটকিপিং ধরে রাখার জন্য দল দল নির্বাচন বা টিম ম্যানেজমেন্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয় কোচের উপরই ছেড়ে দিয়েছেন মুশফিক। এসব বিষয়ে মতামত দিয়ে বা ভূমিকা রাখতে গিয়ে কোচের বিরাগভাজন হতে চান না টেস্ট অধিনায়ক।

তার উইকেটকিপিং নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কিন্তু কিপিং বরাবরই এনজয় করেন মুশফিক। কোচের বিরাগভাজন হলে উইকেটকিপিং যদি অন্য কারও হাতে চলে যায়, সাধারণত এ নিয়ে কিছুটা সন্ত্রস্ত থাকেন মুশফিক। তাই টিম ম্যানেজমেন্টের বিষয়াদি নিয়ে কোচের সঙ্গে ঝামেলায় জড়াতে চান না তিনি।

জানা গেছে, মুমিনুলকে বাদ দেওয়ার ব্যাপারে কোচের সিদ্ধান্তের বিপরীতে একটা কথাও বলেননি মুশফিক। অথচ তার দুইদিন পরে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দলে মুমিনুলের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি (মুশফিকসহ চার ক্রিকেটার)।

শুধু মুমিনুল কেন, মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়া নিয়েও কোচকে কোনোকিছু বলেননি মুশফিক। অথচ রিয়াদ দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এবং সেই সঙ্গে মুশফিকের ভায়রাও বটে। আসলে নিজের ব্যাপার ছাড়া অন্য সব বিষয়ে চুপচাপ মুশফিক। সেটা কোচের দুর্দান্ত প্রতাপের কারণে হোক, কিংবা নিজের অবস্থান ঠিক রাখার জন্য হোক।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

অলিম্পিকের জন্য নতুন রূপে সাজছে ঐতিহ্যের শহর প্যারিস

চ্যাম্পিয়নস লিগ: রিয়ালের কাছে হারে কোনো অনুশোচনা নেই গার্দিওলার

‘সবাই ভেবেছিল আমরা শেষ, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না’

যুক্তরাষ্ট্রের ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল

আইপিএলে মুস্তাফিজের পরবর্তী ম্যাচ কবে, কখন

নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :