৩১ আগস্ট হজ, মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ১ সেপ্টেম্বর

আমীর চারু, সৌদি আরব
| আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৮:০৫ | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৭, ১৭:১৪

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৩১ আগস্ট পবিত্র হজ এবং ১ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

মঙ্গলবার রাতে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ইসলামি চন্দ্র মাসের ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা পালিত হয়। সৌদি আরবের মক্কা নগরীতে প্রত্যেক বছর লাখ লাখ মুসলমানের হজব্রত পালন শেষে ঈদুল আজহা উদযাপিত হয়। হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে সৌদি আরবের একদিন পর ঈদ উদযাপন করে থাকে। সে হিসেবে আগামী ২ সেপ্টেমম্বর বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হবে।

পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বুধবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করবে কমিটি। আজ চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর বাংলাদেশে ঈদুল আযহা পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে ৩ সেপ্টেম্বর পালিত হবে ঈদুল আযহা।

সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

সৌদিআরবের সাথে মিল রেখে ১ সেপ্টেম্বর চাঁদপুরের অন্তত ৪০ গ্রামের মুসলমান বাসিন্দারা ঈদুল আযহার নামাজ আদায় এবং পশু কোরবানি করবে।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :