চাঁদপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৮:২৫ | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৭, ১৭:২৯
ফাইল ছবি

চাঁদপুরের মতলবে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মতলব পৌর এলাকার দক্ষিণ বাইশপুরে বাঁশের সাঁকো থেকে পানিতে পড়ে বলুবুল সর্দারের ছেলে রাব্বি মারা যায়। বিকালে বহরী গ্রামের লিটন মিয়ার ছেলে সুমন পুকুরে পড়ে এবং খাদেরগাঁও ইউনিয়নের লামচরী গ্রামের সুকুমারের মেয়ে মুক্তা রাণী নৌকা থেকে ঝিলের পানিতে পড়ে মারা যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু রাব্বি বাড়ির পাশে বাঁশের সাঁকো দিয়ে পার হওয়ার সময় পানিতে পড়ে যায়। পরে শিশুটির বাবা-মা উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে উপাদী ইউনিয়নের বহরী গ্রামের শিশু সুমন খেলার ছলে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া শিশু মুক্তা রাণী বাড়ির ঘাটে থাকা নৌকা নিয়ে চালাতে গিয়ে পানিতে পড়ে যায়। শিশুটিকে দ্রুত নারায়ণপুর প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :