জেডটিইর ৮ জিবি র‌্যামের ফোন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৭:৫৪ | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৭, ১৭:৩৭

এ বছরের জুলাই মাসে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমে একটি ফোন বাজারে ছাড়ে। ফোনটির মডেল ছিল জেডটিই নুবিয়া জেড১৭। এবার এই ফোনটির ৮ জিবি র‌্যামের একটি ভার্সন বাজারে ছাড়ছে প্রতিষ্ঠানটি।

৮ জিবি ভার্সনের জেডটিই নুবিয়া জেড১৭ ফোনটি কেনার জন্য ২১ আগস্ট থেকে চীনের বাজারে প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। প্রি-অর্ডার চলবে ২৮ আগস্ট পর্যন্ত। যারা ফোনটি কেনার জন্য প্রি-অর্ডার করবেন তারা বিনামূল্যে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের একটি পাওয়ার ব্যাংক ও একটি হেডফোন পাবেন।

ফোনটি কেনার জন্য প্রি-অর্ডার করা যাবে এই ঠিকানায়: www.JD.com

চীনের বাজারে ৮ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমে ফোনটি পাওয়া যাবে ৩৯৯৯ ইয়েনে। অন্যদিকে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম ভার্সনের মূল্য ৩৯৯৯ ইয়েন।

ফোনটি কবে থেকে আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে সে সম্পর্কে কিছু জানায়নি জেডটিই।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা