পাসর্পোট অফিসে অনিয়ম ঠেকাতে পুলিশ সুপারের গণসচেতনতা

নাদিম মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে
 | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৭, ২০:৫৮

মুন্সীগঞ্জে পাসর্পোট তৈরি ও পুলিশ ভেরিফিকেশনের নামে অতিরিক্ত টাকা নেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। এ জন্য গণসচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছেন তিনি।

বুধবার দুপুর ২টার দিকে জেলা পাসর্পোট অফিসে গিয়ে ব্যানার ও পোস্টার লাগিয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করেন। পাসর্পোট তৈরি ও পুলিশ ভেরিফিকেশনের নামে অতিরিক্ত টাকা বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

এসময় জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, পাসর্পোট অফিসে ভোগান্তি ও অনিয়ম বন্ধ করতে পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে। গ্রাহকরা যেন কোন অনিয়ম, হয়রানির স্বীকার না হয় তাই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া পুলিশ ও দালালদের বিরুদ্ধে যে কোন অভিযোগ পোস্টার ও ব্যানারে দেওয়া ফোন নাম্বারে নাম পরিচয় গোপন রেখে জানাতে পারবেন। দালাল ও পুলিশের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ ও সত্যতা মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পাসর্পোট কর্মকর্তা হালিমা খাতুন।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :