পাচারকালে ‘ত্রাণের’ ১২৮ বস্তা চাল জব্দ, আটক ২

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৭, ২১:০৬

নওগাঁর আত্রাইয়ে ১২৮ বস্তা ‘ত্রাণের’ চাল পাচারকালে চাল জব্দ করেছে পুলিশ। এসময় দুইজনকে আটকও করা হয়। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ট্রলিযোগে চালগুলো পাচারকালে আত্রাই রেলওয়ে বাইপার (দক্ষিণ) থেকে এসব জব্দ করা হয়।

আটকরা হলেন- ট্রলিচালক পিন্টু ও হেলপার বিপ্লব।

জানা গেছে, উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন কাশিয়াবাড়ি বাজার থেকে ১২৮ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) চালবোঝাই ট্রলি আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এসময় সংবাদ পেয়ে আত্রাই থানার পুলিশ চালসহ ট্রলিচালক পিন্টু ও হেলপার বিপ্লবকে আটক করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা বলেন, ‘চালের গায়ে তো লেখা নেই কিসের চাল- তবে ত্রাণের চাল মনে করেই আমরা আটক করেছি। তদন্ত করলেই বেরিয়ে আসবে কিসের চাল, কোথায় যাচ্ছিল।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘ত্রাণের নয়, বরং এগুলো ভিজিডির চাল। বুধবার ভোঁপাড়া ইউনিয়ন থেকে গ্রহিতারা এ চালগুলো নিয়ে বিক্রি করে দিয়েছে। যেহেতু সরকারি চাল ক্রয়-বিক্রি নিষিদ্ধ- তাই এটি জব্দ করা হয়েছে।’

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জান বক্সের সাথে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এসব চাল জব্দ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :