ইরানের এক বিকলাঙ্গের প্রেম কাহিনি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৭, ২২:৪৭

ইরানের এক বিকলাঙ্গ প্রেমিকের গল্প গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। সফল এ প্রেমিকের গল্প নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে।

ইরানের টিভি চ্যানেলে সম্প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রেজা নামের এক বিকলাঙ্গ ব্যক্তি প্রায় ২০ বছর ধরে ‘কাহরিজাক’ বিকলাঙ্গ আশ্রমে বসবাস করছিলেন।

তাকে দেখাশোনার দায়িত্বে নিযুক্ত নার্স ব্যক্তিগত সমস্যার কারণে কিছু দিনের জন্য বিকলাঙ্গ আশ্রমে আসতে পারেননি। এ কারণে কর্তৃপক্ষ দায়িত্বপ্রাপ্ত নার্সের জায়গায় এক নারীকে বিকলাঙ্গ রেজার সেবা-শুশ্রূষার দায়িত্ব দেন।

ঐ নারী তার দেখাশোনার দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎই একদিন বিব্রতকর অবস্থায় পড়েন। বিকলাঙ্গ ব্যক্তিটি তাকে জানান, তিনি তাকে (মহিলা) বিয়ে করতে চান। লোকটি তাকে এও বলেন যে, তার মন বলছে তারা বিয়ের পর সুখী হতে পারবেন। মহিলা এ প্রস্তাব শুনে বিস্মিত হন এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এ অবস্থায় বিকলাঙ্গ রেজা একদিন ফোন করে ঐ নারীকে বলেন, ‘তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শুরু করেছি। আমার কাছে মনে হচ্ছে, আমি কেবল এই কয়েকটা দিনই বেঁচে আছি। এর আগে আমি ছিলাম মৃত।’

এ কথা শুনে ঐ নারীর মনে হঠাৎই জন্ম নেয় আলাদা অনুভূতি। তিনি রাজি হয়ে যান। বিয়ে করেন বিকলাঙ্গ রেজাকে। আশ্রম থেকে রেজাকে বাড়িতে নিয়ে আসেন।

বিকলাঙ্গ রেজার স্ত্রী সাংবাদিকদের বলেছেন, তিনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রেজাকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন। তিনি এখন খুব সুখী।

স্ত্রী সম্পর্কে রেজার মন্তব্য হচ্ছে, ‘আমার স্ত্রী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। আমার কাছে তাকে ফেরেশতা বলেই মনে হয়।’

মুখে কথা বলতে পারলেও রেজার হাত-পা ও চোখসহ বেশিরভাগ অঙ্গই কাজ করে না।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের হামলার প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই: সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

ভারতের কাশ্মীরে নৌকাডুবে ৬ জনের প্রাণহানি, নিখোঁজ ১৫

ইসরায়েলে হামলার পর পরমাণু স্থাপনা সাময়িক বন্ধ করে ইরান

২০ বছর পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে সিঙ্গাপুর

ইসরায়েলের পাল্টা হামলার ঘোষণায় উদ্বিগ্ন ইরানিরা

সাইপ্রাসে পুলিশি অভিযানে পাঁচতলা ভবন থেকে ঝাঁপ দিয়ে বাংলাদেশি নিহত 

পাকিস্তানে ভারী বষর্ণ ও বজ্রপাতে নিহত ৩৯

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করল ইসরায়েলি বিমান বাহিনী

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পারেনি ইসরায়েল ও তার মিত্ররা

পপি জ্যাসপার আন্তর্জাতিক উৎসবে অনুষ্ঠিত হবে ‘ইরান ডে’

এই বিভাগের সব খবর

শিরোনাম :