গেঞ্জি অশালীন পোশাক!

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৪:৪৫ | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৭, ১১:২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল কর্তৃপক্ষের দৃষ্টিতে গেঞ্জি অশালীন পোশাক। তাই সালোয়ারের সঙ্গে গেঞ্জি পরে ঘুরে না বেড়ানোর নির্দেশনা দিয়ে নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়েছে, হলের ভেতরে দিনে অথবা রাতে কখনও গেঞ্জি পরে চলাফেরা করা যাবে না। কেউ এই নোটিশ অমান্য করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে নোটিশে।

হল কর্তৃপক্ষের দেয়া নোটিশটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে এবং এর তীব্র সমালোচনা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মেয়েদের পোশাক নির্দিষ্ট করে দিতে পারে-এটা বিশ্বাস হচ্ছে না কারও কারও।

নোটিশটি হুবহু ছিল এমন: ‘সকল আবাসিক ছাত্রীদের জানানো যাচ্ছে যে, হলের অভ্যন্তরে দিনের বেলা অথবা রাতে বেলা কখনোই অশালীন পোশাক (সালোয়ারের উপর গেঞ্জি) পরে ঘোরাফেরা অথবা অফিসের কোনো কাজের জন্য প্রবেশ করা যাবে ন। অন্যথায় হল কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হলের এক ছাত্রী বলেন, ‘আমাদের হলের খাবারের দোকান, লন্ড্রির দোকান ও ক্যান্টিন ছেলেদের দ্বারা পরিচালিত হওয়ায় মেয়েরা গেঞ্জি পড়ে নিচে নামলে সেটা নিয়ে নানা সময় নানা কথা হয়েছে। তাছাড়া কিছুদিন আগে হলের এক মেয়ের সাথে এক ছেলেকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। যা নিয়ে নানা শোরগোল হয়েছে। এ নিয়ে হল প্রশাসন উদ্বিন্ন, তাই মনে হয় এই সিদ্ধান্ত।’

তবে হলের প্রাধ্যক্ষ সাবিতা রেজওয়ানা রহমান দাবি করেন, তাদের পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়নি। তিনি বলেন, ‘আমরা জানি না এই নোটিশ কে লাগিয়েছে। আমি সকালে নোটিশের বিষয় সম্পর্কে অবগত হই। এই ব্যাপারে হলের শিক্ষকদের নিয়ে আমরা একটা সমাধান করব।’

হল কর্তৃপক্ষের নোটিস বোর্ডে অন্যরা কেউ কীভাবে নোটিশ লাগাবে- এমন প্রশ্নের জবাবে প্রাধ্যক্ষ বলেন, ‘আমাদের এই পাঁচ তলা হলে প্রত্যেকটিতে একেকটি নোটিশ বোর্ড আছে। এখন কে কখন কোনটাতে নোটিশ লাগিয়েছে সেটা আমরা বলতে পারি না।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, প্রশাসন ছাড়া এই নোটিশ সাধারণ কোন ছাত্রছাত্রী লাগাবে না এটা নিশ্চিত। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন আমাদের স্বাধীনতাকে রুদ্ধ করতে চায়।’

ঢাকাটাইমস/২৪আগস্ট/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :