পাকিস্তান যাচ্ছে বাংলাদেশসহ সাত দেশের ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৭, ১৩:০৫

‘ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে খেলোয়াড় পাঠাতে রাজি হয়েছে। তবে ভারত খেলোয়াড় পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে’ পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা ডন এর বরাত দিয়ে বিষয়টি জানিয়েছেন পিসিবি প্রেসিডেন্ট নাজাম শেঠি।

২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে কোনোমতে প্রাণ নিয়ে দেশে ফিরেন লঙ্কান দল। সে থেকে দীর্ঘ আট বছর কেটে যাচ্ছে, পাকিস্তান চোখে দেখেনি কোনো আন্তর্জাতিক ম্যাচ। দেশের মাটিতে ক্রিকেটকে ফেরাতে কোমর বেঁধে নেমেছেন শেঠি।

সেপ্টেম্বরের দিকে বিশ্ব একাদশের ম্যাচ খেলানোর পরিকল্পনা আঁটছে দেশটির ক্রিকেট কর্তারা। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লাহোরে লড়বে বিশ্বের তারকাদের নিয়ে গড়া বিশ্ব একাদশ। বিশ্বের নামি-দামি ১৫ ক্রিকেটারকে নিয়ে গড়া হবে বিশ্ব একাদশ দল। দলটি ঠিক করার দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করছেন।

শিগগিরই ঘোষিত হবে চূড়ান্ত দল। দলের নেতৃত্ব দেবেন সাউথ আফ্রিকান দুই ক্রিকেটার হাশিম আমলা অথবা ফাফ ডু প্লেসিস। এখন পর্যন্ত যতদূর জানা গেল, পাকিস্তানের বিশ্ব একাদশকে নিয়ে ম্যাচ আয়োজনে আইসিসির কোনো আপত্তি নেই। তবে নিরাপত্তা তদারকি করতে ২৬ আগস্ট পর্যবেক্ষক দল পাঠাচ্ছে আইসিসি।

(ঢাকাটাইমস/ ২৪ আগস্ট/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :