‘আমাদের স্পিন অ্যাটাক ওদের থেকে ভালো’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৭, ১৫:১৬

‘আমাদের স্পিন অ্যাটাক ওদের থেকে ভালো। সব কন্ডিশনে বলবো না। তবে আমাদের দেশে আমাদের স্পিন অ্যাটাক ওদের থেকে ভালো। আমাদের তাইজুল এবং মিরাজ দু'জনই বেশ অনেক দিন ধরেই ভালো বল করছে।' আজ দুপুরে শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সাকিব আল হাসান।

‘ইংল্যান্ডের মত উইকেট হলে ভালোই হবে। তবে উইকেটের উপর তো আর কারো হাত নেই। কিউরেটর তার সর্বোচ্চ চেষ্টা করবে আগের মতই উইকেট তৈরি করতে। তবে শুধু উইকেটের কথা ভেবে বসে থাকলেই হবে না, সাফল্য পেতে যা যা করনীয় আমাদের মাঠে তাই করতে হবে।’ মন্তব্য সাকিবের।

এর আগে ২২ আগস্ট সংবাদ সম্মেলনে বাংলাদেশকে একপ্রকার হুমকি দিয়েই রাখেন ওজি স্পিনার অ্যাস্টন অ্যাগার। ‘চার বছর পর অস্ট্রেলিয়া দলে সুযোগ পেলাম। আশা করি এবার সেটা কাজে লাগাতে পারব। বাংলাদেশের বিপক্ষে সিরিজটা স্মরণীয় করে রাখতে চাই। একাদশে জায়গা পেলে ভালো কিছু করে দেখাতে চাই।’

এরপর তামিমের মুখ থেকে বের হয় লায়নকে নিয়ে সমীহ জাগানিয়া ভাষ্য। ‘অবশ্যই আমাদের মাঠে বল স্পিন করবে। ওদের সঙ্গে উঁচু মানের স্পিনার আছে নাথান লায়ন। তাই আমাদের সবকিছুর জন্য তৈরি থাকতে হবে।’

তাতেই প্রশ্ন উঠেছে অস্ট্রেলিয়ার স্পিনাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের ভোগাবে?

(ঢাকাটাইমস/ ২৪ আগস্ট/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :