বাংলাদেশ-ভারত হুইলচেয়ার ক্রিকেট সিরিজ শুরু শুক্রবার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৭:০৪ | প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৭, ১৭:০১

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মঙ্গলবার রাতে ঢাকায় এসেছে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজকে ঘিরে যখন উন্মাতাল গোটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তখন এমন খবর কিছুটা হলেও বিস্মিত করছে আপনাকে। সত্যি বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। তবে, তাঁরা সবাই বিশেষ ক্রিকেটার। জন্মগতভাবে যাদের অনেকেই চলাচলের শক্তি নেই কিংবা কোনও দুর্ঘটনায় পা হারিয়েছেন। তাদের অংশগ্রহণেই বিশেষ এই ক্রিকেট আসর।

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুরু হবে ‘ওয়াল্টন বাংলাদেশ-ভারত হুইলচেয়ার ক্রিকেট সিরিজ ২০১৭’। হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের আমন্ত্রণে এসেছে ভারতীয় হুইলচেয়ার ক্রিকেট দল।

আগামীকাল ২৫ আগস্ট (শুক্রবার) হবে সিরিজের দুইটি ম্যাচ। সকাল সাড়ে নয়টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। আর সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায়। আর তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ আগস্ট। শনিবার ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে দশটায়। সিরিজটি টি-টোয়েন্টি ফরম্যাটের হলেও হুইলচেয়ার ব্যবহারকারীদের ক্রিকেট বলেই নিয়ম কানুনে আছে খানিকটা পরিবর্তন।

শুক্রবার সকালে সিরিজের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের কো-ফাউন্ডার তামজিদুল ইসলাম। হুইলচেয়ার ব্যবহারকারীদের অংশগ্রহণে দেশের মাটিতে প্রথম এই আন্তর্জাতিক সিরিজের পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ। সার্বিক ব্যবস্থাপনায় ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড।

(ঢাকাটাইমস/২৫ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :